ফটিকছড়িতে অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. মনির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে দক্ষিণ ধুরুং ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ঈদুল আযহা উপলক্ষ্যে জাল টাকার লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এসময় জাল নোটসহ ১টি পাসপোর্ট, ২টি মুঠোফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়। এঘটনায় মনিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে নগরে পশুরহাটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। পতেঙ্গার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ইনজেকশনের সিরিঞ্জ ভর্তি মলম ও কয়েক ধরনের ঘুমের ওষুধসহ তাদের আটক করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি