প্রথম বারের মত কোন বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ নারী ক্রিকেটাররা। টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের এমন সাফল্যের জন্য জাতীয় সংসদে তাদেরকে অভিনন্দন জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সংসদে নারী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সাফল্য নিয়ে শিরীন শারমিন বলেন,’মেয়েদের এই অর্জন বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে। এই অর্জনে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
কুয়ালালামপুরে কিনারা ওভাল একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি মেয়েদের আঁটসাঁট বোলিংয়ে নয় উইকেটে মাত্র ১১২ রান তুলে ভারত। জবাবে উত্তেজনা বজায় রেখে শেষ বলে (তিন উইকেট হাতে রেখে) অবিস্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
এছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে দারুণ জয় নিয়ে ফাইনালে উঠে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং স্বাগতিক মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারায় সালমারা। প্রথম বার এমন বিগ টুর্নোমেন্টের ফাইনালে উঠে প্রথম বারেই বাজিমাত করে লাল-সবুজের মেয়েরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি