শাহসূফী মাওলানা মঈনুদ্দীন আল হাসানীর জীবন কর্ম ও দর্শন নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে স্মরণ সভা ও সেমিনার হয়েছে।
মাইজভান্ডার রহমা নিয়া মইনীয়া মাদ্রাসা সাবেক ছাত্র সংসদ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, যারা ইসলামের কথা বলে জঙ্গিবাদে জড়ায় তারা অবশ্যই পথভ্রষ্ট ও ইসলামের দুশমন। এদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান তিনি।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি