নাটোরে গৃহবধূকে অপহরণ করে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার মামলায় স্বামী শাহমিম ও তার বন্ধু রমিজুল আলমকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।
নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান,বগুড়ায় চাকরিরত রেজেনা পারভিন রুপালী ২০১৬ সালের ২২ ডিসেম্বর নিখোঁজ হয়। ৩দিন পর নাটোরের সিংড়া উপজেলার দো-পুকুড়িয়া এলাকার একটি জমি থেকে রুপালির ঝলসানো লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রুপালির পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে স্বামী শাহমিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পরে তদন্ত শেষে শাহমিম ও তার বন্ধু রমিজুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে উচ্চ থেকে জামিন নিয়ে পালিয়ে যায় আসামিরা। বিষয়টি ধরা পড়ার পর তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ারা জারি করেছিল জেলা জজ আদালত।এ অবস্থায়ই আজ তাদের বিরুদ্ধে মৃত্যু দন্ডাদেশ দেন আদালত।
নিউজ ডেস্ক / বিজয় টিভি