‘মায়েরাই পারে সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে’ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারপরও বঙ্গমাতা সন্তানদের সুযোগ্য করে গড়ে তোলেন। অনুষ্ঠানে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর,প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি