ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় টেকনাফে ঝুঁকিপূর্ণ বসবাসকারি পরিবার গুলোকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত ৮ শতাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান বলেন, ইতোমধ্যে রাতে মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮শ মানুষকে আশ্রয় দেয়া হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পাহাড়ে ঝুকিপূর্ণ বসবাসকারী অন্যান্যদের নিরাপদ আশ্রয়ে নেয়ায় মাইকিংয়ের কাজ অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি