সড়কে আবারও মৃত্যুর মিছিল। দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৩ জন। এরমধ্যে গাইবান্ধার পলাশবাড়ীতেই প্রাণ যায় ১৬ জনের।
এ দুর্ঘটনার কারণে সকালে প্রায় দেড় ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের উদ্দেশ্যে ছেড়ে আসা আলম এন্টারপ্রাইজের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এছাড়া রংপুরে ৬, নাটোরে ২, গোপালগঞ্জে ২, ফরিদপুরের ভাঙ্গায় ২, সাভারে ১, লক্ষীপুরে ২ ও সিরাজগঞ্জে ২ জন নিহত হন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি