নগরীর স্টেশন রোড এলাকা থেকে ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবাসহ তৃষা ইসলাম তানজিলা নামে এক তরুণীকে আটক করেছে র্যাব।
গতকাল নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাশকুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিয়মিত ইয়াবা ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি