চট্টগ্রামের সদ্বীপ চ্যানেলে জলদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জেলেরা।
গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ নুর নবী। জেলেদের অভিযোগ, সন্দ্বীপ চ্যানেলে মোক্তাদের মওলা সেলিমের নেতৃত্বে একদল জলদস্যু ট্রলার থেকে মাছ ও জাল ডাকাতি করে। সর্বশেষ গত মাসের ২৪ তারিখ রাতে জেলেদের নিয়ে মাছ ধরে ফেরার পথে সেলিম বাহিনী অস্ত্র ঠেকিয়ে তাদের থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ ও ১১ লাখ টাকার জাল নিয়ে যায় । পরে ২৮ আগস্ট বাদী হয়ে নুর নবী সেলিমসহ ১১ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি