জালিয়াতির মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভোটার আইডি পাওয়ার বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন ।
দুদকের একটি দল নির্বাচন কমিশনের চট্টগ্রাম নগরীর লাভলেনের জেলা কার্যালয়ের অফিসে অনুসন্ধান চালিয়েছে। প্রতিষ্ঠানটির উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন বলেন, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ছাড়া রোহিঙ্গাদের পক্ষে ভোটার হওয়া সম্ভব নয়। চট্টগ্রাম নির্বাচন কমিশনের অধীনে বিভিন্ন জেলার লোকাল অফিসগুলোতে যারা ভোটার হয়েছেন এবং এনআইডি কার্ডের জন্য যারা প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে কোনো প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেনি অফিস কর্মকর্তারা। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন জানান, তারা দুই দফায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে বিভিন্ন প্রক্রিয়া খতিয়ে দেখছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি