আনোয়ারায় ২ হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ মোহাম্মদ আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার হাজীগাঁও চায়না অর্থনৈতিক অঞ্চলের পাহাড় থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগাঁও চায়না অর্থনৈতিক অঞ্চলের পাহাড়ে অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক কেনা বেচা করার সময় তাকে আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, ১টি অস্ত্র, ফায়ারিং পিন ও ২ রাউন্ড ১২ বোর সীসাযুক্ত কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়৷
নিউজ ডেস্ক/বিজয় টিভি