কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিল মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদা নামে রোহিঙ্গা দম্পতি নিহত হয়েছে। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী।
রবিবার ভোরে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাতে পুলিশ লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় থ্রি কোয়ার্টার বন্দুকসহ তাদেরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লেদার ২৪ নম্বর ক্যাম্পের সি-ব্লক এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তাদের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন দিল মোহাম্মদ ও জাহেদা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি