আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের বালুচরের ঝাউগাছগুলো জোয়ারের পানির স্রোতে বিলীন হয়ে যাচ্ছে।
গত কয়েক বছরে সাগরের ঢেউয়ে উপড়ে পরেছে প্রায় ৫ শতাধিক গাছ। এতে সৌন্দর্য হারাচ্ছে ঝাউবন সেই সঙ্গে ক্ষতির সম্মুখীন হচ্ছে পর্যটন কেন্দ্রটি। এদিকে, স্থানীয়রা উপড়ে যাওয়া গাছগুলো প্রতিনিয়ত কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমদ বলেন, গাছগুলো যারা কাটছে তাদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আনোয়ারা উপজেলার উপকূল রক্ষার জন্য বন বিভাগ ১৯৯৪ ও ২০০২ সালে ৮০ হেক্টর এলাকা জুড়ে এসব ঝাউগাছ রোপন করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি