টেকনাফে জেলা পুলিশের আয়োজনে ‘সৌহার্দ্য ও সম্প্রীতি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ। পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এ সময় মাদক নির্মূলে বিশেষ ভুমিকা রাখায় উপজেলা কমিউনিটি পুলিশের কয়েকজনকে পুরস্কৃত করা হয়। সমাবেশে বক্তারা দেশ গঠনে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধ রুখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি