ভারত থেকে হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর পরই এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাণিজ্যিক বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে।
সকাল থেকে সে প্রভাব আরো বেড়েই চলেছে। ভারতীয় পেঁয়াজের পাশাপাশি মিয়ানমারের পেঁয়াজেরও দাম বাড়িয়েই চলেছে আমদানিকারক ও আড়তদাররা। খাতুগঞ্জের বিভিন্ন আড়তে পাইকারিতে ভারতীয় ও মিয়ানমারের পেঁয়াজের কেজিতে এক লাফে আরো ৩০ থেকে ৩২ পর্যন্ত বেড়েছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায় এবং মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আড়তদাররা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের জন্য পেঁয়াজের দাম বেড়েই চলেছে। সামনে আরো দাম বাড়তে পারে। এদিকে পাইকারিতে দাম বাড়ার খবর খুচরা ব্যবসায়ীদের কাছে খুব দ্রুত পৌঁছে যাওয়ায়, দাম বাড়ানোর সুযোগ হাতছাড়া করছেন না তারাও। গতকাল পর্যন্ত ৬৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি