হাটহাজারীতে ঘরে ঢুকে শিশুসন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মা’কে পালাক্রমে ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মোতাহির আলী এ দন্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমএ নাসের জানান, ২০১৭ সালের ১৭ মে রাতে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের একটি ঘরে ঢুকে তিনজন শিশুসন্তানের গলায় ছুরি ধরে মা’কে ধর্ষণ করে। পরদিন হাটহাজারী থানায় ভুক্তভোগীর স্বামী মামলা করলে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি