অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পৃথিবীর বুকে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার নগরের ৪১ ওয়ার্ডে অনুষ্ঠিতব্য দুর্গোৎসব কমিটিকে অনুদান প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মেয়র বলেন, মুক্তিযুদ্ধে সব সম্প্রদায়ের মানুষ হাতে হাত রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। সেই চেতনাকে সামনে রেখে বাংলাদেশ এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব শুধু সনাতনী সমাজের নয়, এ উৎসব সার্বজনীন । সরকার এ উৎসবের সার্বিক সফলতা ও নিরাপত্তা নিশ্চিতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চসিক সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি