অস্বচ্ছল জনগোষ্ঠিও সমাজের অংশ। তাদের অবহেলা করে সমাজ কখনও এগিয়ে যেতে পারে না। তারা সঠিক পরিচর্যা ও পুনর্বাসন পেলে সমাজে অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেছেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতনী ধর্মাবলম্বী ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানন্নোয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু পরিবশে সুনিশ্চিত করতে সর্বত্মাক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে জানান মেয়র। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগমসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি