বর্তমানে ভারতের পাশাপাশি অন্যান্য দেশেরও পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। কিন্তু তারপরও আমাদানিকারকদের কিছু সিন্ডিকেট অতিরিক্ত লাভের আশায় ভারতের রপ্তানি বন্ধের সুযোগটি কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের পাইকার ব্যবসায়ীরা।
গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তারা। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিরমীজি, বাজার স্থীতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে বলে ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন, খাতুনগঞ্জ পাইকারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহম্মদসহ নগরীর খাতুনগঞ্জ ও রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী প্রতিনিধিরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি