দেশের প্রধান সমুদ্রবন্দরে সেপ্টেম্বরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড হয়েছে। এক মাসে ২ লাখ ৯২ হাজার ৪৫৫ টিইইউ’স কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। গড়ে প্রতিদিন হ্যান্ডলিং হয়েছে ৯ হাজার ৭৪৮টি।
সেপ্টেম্বরে রেকর্ড হ্যান্ডলিংয়ের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, অটোমেশন, নতুন নতুন কনটেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংযোজন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, বন্দর ব্যবহারকারীদের সার্বিক সহযোগিতার কারণে নতুন নতুন মাইলফলক অর্জন করছে চট্টগ্রাম বন্দর।
নিউজ ডেস্ক / বিজয় টিভি