ম্যাজিট্রেট আসলে পেয়াঁজের দাম কমে আর ম্যাজিস্ট্রেট চলে গেলে আবারো বেশি দামে বিক্রি হয় পেয়াঁজ, ক্রেতাদের এমন অভিযোগে আজও খাতুনগঞ্জ পেয়াঁজের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চলে দুপুর পর্যন্ত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেছনে কোনো অসাধু ব্যবসায়ীর হাত রয়েছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি