চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে পুর্বাঞ্চলের ভূ-সম্মত্তি কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রেলের জমি দখল করে বিভিন্ন ধরণের স্থাপনা গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব স্থাপনা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। পর্যায়ক্রমে সব জমি উদ্ধার করা হবে বলেও জানায় তিনি। তবে উচ্ছেদ করা জমি সংরক্ষণে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তাদের। এতে এসব জমি ফের দখল হবার আশংকা করছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি