টেকনাফে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। কোনো অভিযোগ ছাড়াই ভোটার হালনাগাদের কাজ সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টেকনাফ সদরের ইউপি সচিব সরওয়ার কামাল বলেন, ভোটার হতে যে কাগজপত্র লাগে তা সেবাগ্রহীতার হাতে পৌঁছে দেয়া হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়া তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ শেষ করছেন। কোনো রোহিঙ্গা যাতে ভোটার হতে না পারে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি