জাপানের দুটি যুদ্ধ জাহাজ বানজো ও তাকাসিমা তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ভুমিকা রাখবে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। এসময় জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত ও শুভেচ্ছা জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দুতাবাসের প্রতিনিধিসহ নৌ বাহিনীর স্থানীয় উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যানিলা থেকে আসা জাহাজ দুটি ৮ অক্টোবর মালদ্বীপের উদ্দ্যেশে বাংলাদেশ ত্যাগ করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি