আবরার হত্যাকাণ্ড পুঁজি করে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে জ্ঞানেশ্বরী কালীমন্দির ও জে এম সেন হলে পুজা মণ্ডপ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি । একই সাথে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন শিক্ষা উপমন্ত্রী। মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিল জহরলাল হাজারী, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি