কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্ষুদ্র ধারক কৃষি প্রতিযোগিতা প্রকল্পের উদ্যোগে ‘উৎপাদিত কৃষি পণ্যসমূহের বাজারে কৃষকের প্রবেশধিকার বৃদ্ধি’ করা বিষয়ে এক কর্মশালা হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। মূলত কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য বাজারজাতকরণে কৃষককে প্রশিক্ষিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. নুরুল হক, প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলীসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি