প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বচ্ছ্বতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
দুপুরে চসিক সম্মেলন কক্ষে ‘লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অব আরবান পুওর কমিউনিটিস প্রজেক্ট’ বাস্তবায়ন প্রকল্পের সিটি স্টিয়ারিং কমিটি ও সিটি প্রজেক্ট বোর্ডে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরের প্রায় ১ লাখ ৫ হাজার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। ওরিয়েন্টেশনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, ওয়াসার ভারপ্রাপ্ত সচিব ড. পীযুষ দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি