তারেক হাসান নামে এক ওষুধ কোম্পানির কর্মকর্তাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে নগরীর খুলশী থানা পুলিশ।
পুলিশ জানায়, দুই সপ্তাহ আগে তারেক কোম্পানির কাজে বিশ্বকলোনীতে যান। সেখানে ইশরাত নামে এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে গতকাল রাতে মেয়েটি তারেককে বিশ্বকলোনীর তার বাসায় ডেকে নেয়। বাসায় যাবার পর চার যুবক সেখানে প্রবেশ করে এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জিম্মি করেন। পরে ভুক্তভোগী তারেকের পরিবার খুলশী থানায় অভিযোগ করলে ইউএসটিসির সামনে থেকে কৌশলে ৩ অভিযুক্তদের আটক করে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি