চট্টগ্রামে শুরু হয়েছে শেখ রাসেল ক্লাব কাপ বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এ বি এম সিদ্দিক, সিজেকেএস সাঁতার কমিটির সভাপতি এহসানুল হায়দার চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসসহ অন্যারা। নবনির্মিত সুইমিং কমপ্লেক্সে প্রথম বারের মতো সাঁতার প্রতিযোগিতায় ফেডারেশনের আওতাধীন ৫২ টি দলের মোট তিনশ প্রতিযোগী অংশ নিচ্ছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি