‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যে নানা কর্মসূচীর মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সকালে এ উপলক্ষ্যে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ মন্ত্রণালয় একটি মহড়ার আয়োজন করে। অনুষ্ঠিত মহড়ায় ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় জানমাল রক্ষায় নেয়া যেতে পারে এমন কিছু কৌশল দেখানো হয়। পরে দুর্যোগ মোকাবিলায় অন্যান্যের মধ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইলিয়াছ হো্সেন, ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল মান্নান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি