সীতাকুন্ডে পুরোনো জাহাজ ভাঙার একটি ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মাসুদুল ও সাইফুল নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল রাতে কুমিরার কাঠগড় এলাকার ডব্লিউ ডব্লিউ শিপ ইয়ার্ড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জাহাজের ইঞ্জিনের পাশের একটি কক্ষের স্টিলের দেয়াল কাটার সময় বিষাক্ত গ্যাসে তারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি