মন্দসৌর ধর্ষণকাণ্ড অভিযুক্তকে শাস্তি দেওয়ার পক্ষে বড়সড় ঘোষণা বিজেপি নেতার৷ ধর্ষকের গলা যিনি কাটবেন তিন পাবেন ৫ লক্ষ টাকা৷ রবিবার হোসানাবাদে এমনই ঘোষণা করলেন বিজেপি নেতা সঞ্জীব মিশ্র ৷
মধ্যপ্রদেশের মন্দসৌরে ৮ বছরের এক বালিকার গণধর্ষণ–কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। অপরাধীর ফাঁসি চেয়ে হাজার হাজার মানুষ পথে নেমেছে। দিল্লির ‘নির্ভয়া’কাণ্ডের মতোই সাধারণ মানুষ ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।এই পরিস্থিতিতে বিজেপি নেতার ঘোষণা, আদালত যদি অপরাধীকে শাস্তি দিতে না পারে, তিনি শাস্তি দেবেন৷ যে ব্যক্তি অপরাধীর গলা কাটবেন তাঁকে ৫ লক্ষ টাকা তিনি দেবেন৷
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই বলেছেন, ধর্ষকদের যাতে দ্রুত মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হয় তার জন্য পুলিসকে তৎপর হতে বলা হয়েছে। তার আগে, এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ধর্ষকদের বেঁচে থাকার কোনও অধিকার নেই, তারা পৃথিবীর বোঝা। মান্দসৌরের ৮ বছরের শিশুকে স্কুলের বাইরে থেকে অপহরণ করে ধর্ষণ করার ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী।নির্যাতিতা শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়৷
কিন্তু,রবিবারই নির্যাতিতা শিশুর বাবা বলেন, ‘কোনও ক্ষতিপূরণের প্রয়োজন নেই। আমার মেয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এই কষ্টের একটাই সমাধান হয়। আর তা হল ফাঁসি। ’
গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে তুলে নিয়ে যায় ইরফান, আসিফ সহ–আরও কয়েকজন। বুধবার সকালে উদ্ধার হয় শিশুটির ক্ষতবিক্ষত অসার দেহ। গণধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পাঁচ চিকিৎসক দলের তত্ত্বাবধানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ইতিমধ্যেই দুই অভিযুক্ত আসিফ ও ইরফানকে গ্রেপ্তারও করেছে পুলিস। এই ঘটনায় তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে সিট।
ধর্ষণকাণ্ডে বিরোধিতায় সরব গোটা রাজ্য৷ এবার বিজেপি নেতার মুখেই শোনা গেল ধর্ষকের চরম শাস্তির দাবি৷ রাজ্যের আইন বা আদালতের উপর ভরসা না রেখেই বিজেপি নেতার এই মন্তব্যে বিতর্ক দানা বাঁধছে ৷
নিউজ ডেস্ক / বিজয় টিভি