‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে ধারণ করে কক্সবাজারে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ হয়েছে। সকালে কক্সবাজার শহরের সমিতি পাড়া বাজারে এ আয়োজন করা হয়। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামালের সভাপতিত্বে র্যালি পরর্বতী সমাবেশে অংশ নেন কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এ এস পি আদিবুল ইসলাম, সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহাজান কবি, ওসি তদন্ত খায়রুজ্জামানসহ আরো অনেকে। এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি