যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই পাইলট স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো চলছে অভিযান।
আইএসপিআর জানায়, রোববার বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে রাত্রিকালীন প্রশিক্ষণ নিতে কে-এইট ডব্লিউ বিমানটি উড্ডয়ন করে। এসময় দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
এর পর পরই তল্লাশি অভিযানে নামে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি