আনোয়ারা ও পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
পটিয়ার কোলাগাঁও এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় নজিম উদ্দিন নামে এক যুবকের। তিনি স্থানীয় বদরুল মিয়ার ছেলে। এদিকে, আনোয়ারার মোহাম্মদপুর এলাকায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. মিরাজ নামে আরেক যুবক মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট দু’জনকে চমেক হাসপাতালে নিলেকর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি