ভোলার বোরহানুদ্দিনে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসিসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও নিহতদের ক্ষতিপুরনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজত ইসলাম বংলাদেশ।
দুপুরে হাটহাজারী বড় মাদ্রাসার সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এ সময় হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এ ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেন। তিনি বলেন, মহানবী (সা.) ও আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিকারীর ঘটনা পুনঃতদন্ত করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে সুষ্ঠ তদন্তসহ শাস্তি না হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারীও দেন তিনি। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর আল্লামা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিমসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি