ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সঙ্গে বন্দুকযুদ্ধে বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি বলে জানিয়েছেন ডিবির ওসি আশিকুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে চৈতলামারি গ্রামের নয়নের অটোরাইস মিলের বাউন্ডারির উত্তর পাশে কতিপয় মাদক ব্যাবসায়ীরা মাদক ভাগাভাগি করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারি গুলি বর্ষণ করে।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় এলাকায় অভিযান করে শীর্ষ মাদক সম্রাট বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এসময় জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল সেলিম ও রাশেদ আহত হয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত আসামি বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুর নামে ১৫ টিরও বেশি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, ৪ টি গুলির খোসা উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি