টেকনাফে ‘কথিত’ বন্দুকযুদ্ধের ঘটনায় ছলিম নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের নিহত ছলিম ডাকাত দলের সদস্য। এসময় ৩ পুলিশ সদস্যও আহত হয়।
পুলিশ জানায়, গতকাল রাতে হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল এলাকার সেলিম প্রকাশ ছলিমকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরের দিকে কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার করতে গেলে ছলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ছলিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ১টি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি খোসা ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি