চট্টগ্রামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষ্যে সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন, পুলিশের অতিরিক্ত আইজি মো. ইকবাল বাহার। এদিকে, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে আনোয়ারা থানা কমিউনিটি পুলিশ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। অপরদিকে, লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা হয়। টেকনাফে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও র্যালির মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এছাড়া রাঙ্গামাটির কাউখালি, কক্সবাজারসহ কয়েকটি স্থানে নানা আয়োজনে পালিত হয় দিবসটি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি