নীতিমালা মেনেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে একথা জানান প্রধানমন্ত্রী।
বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে সারাদেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষাখাতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সংসদকে আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে আলোচনাকে জোর দেয়া হচ্ছে। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক / বিজয টিভি