নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অতর্কিত গুলিতে নুর মোহাম্মদ নামে এক জেলে নিহত হয়েছে।
এ সময় আহত হয় আবুল কালাম নামে আরেক জেলে। বাংলাদেশি কয়েকজন জেলে নাফ নদীতে মাছ শিকার করতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী নৌ-বাহিনীর সদস্যরা গুলি চালায়। ভোরে টেকনাফ-২ বিজিবি আওতাধীন খারাংখালী বিওপির একদল বিজিবি জওয়ান টহলকালে ৫ নম্বর সুইচ গেইট সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে দেখতে পান। এ সময় তারা তাদের উদ্ধার হাসপাতালে পাঠায়। টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা পর্যবেক্ষণের পর ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি