তৃতীয় শ্রেণির শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে পটিয়ার জিরি ইউনিয়নের মোহাম্মদিয়া তালিমুল কুরআন নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফারুক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদ্রাসার কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থী শিশুকে নিপীড়নের চেষ্টা করে ওই শিক্ষক। শিশুটি চিৎকার করলে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষকরা ছাত্রীকে উদ্ধার করে। এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে দেয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছাত্রীর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি