কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কলাকূপা ও নন্দরামপুর গ্রামবাসি রাস্তায় মাটিভরাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বাড়ী-ঘর ভাংচুর,লুটপাট, অগ্নিসংযোগ হয়েেেছ ।
তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে লিপ্ত এলাকাবাসীদের দেশীয় অস্ত্রাদি নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যাস্ত ব্যাক্তিদের নিয়ন্ত্রণ করতে কুলিয়ারচর ও ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে (২০) বিশ রাউন্ড ফাঁকা গÍলি ছুড়েছে।
এ ঘটনায় নারী-পুরুষ প্রায় (৫০) পঞ্চশ জন আহত হয়েছে। কুলিয়ারচর,ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাদিন এবং প্রথমিক চিকিৎসায় বাড়িতে আছেন। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ ও অফিসার ইন চার্জ নান্নু মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে।
অফিসার ইন চার্জ বলেন , তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ (২০) বিশ রাউন্ড ফাঁকা গÍলি ছুড়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি