চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ময়েজ উদ্দিন, সহকারি মেডিকেল অফিসার মোঃ খায়রুল বাশার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা পরিদর্শকা মনিরা বেগম প্রমুখ।
পরে, পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে বিভিন্ন উপকরণ হিসেবে ছাতা, ব্যাগ ও পোষাক প্রদান করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি