দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, পুরনো ভবনগুলোর গ্যাস লাইন, বিদ্যুৎ সংযোগ পরীক্ষার পাশাপাশি সিডিএ’র অনুমোদিত নকশা অনুযায়ী ভবন তৈরি হচ্ছে কিনা, এসব বিষয় নজরদারির আওতায় আনতে হবে।
এ সময় তিনি নিহত প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ৩৪ নম্বর পাথরঘাটা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশফাক আহমেদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি