আগামী দিনে শুধু বাংলাদেশে নয়, বিএসসি মেরিটাইম বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে পতেঙ্গার চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪২তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বিএসসি’র বহরে ইতোমধ্যে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরও ১০টি নতুন জাহাজ সংগ্রহে ডেনমার্ক ও চীনের সঙ্গে কথাবার্তা চলছে। বিএসসি ২০১৮-১৯ অর্থবছরে ২২২ কোটি ৯৮ লাখ টাকা আয় করেছে বলেও জানান তিনি। বিএসসি’র সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।
নিউজ ডেস্ক/বিজয় টিভি