সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের বাইপাস বাংলাবাজার এলাকায় একটি গাড়ি থেকে ২৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা মাইক্রোবাস যোগে ঢাকায় যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকার খাজা কালুশাহ হোটেলের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ জিসান ও জুনায়েদ নামে দু’জনকে আটক করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি