জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ভিত্তিতে সেরা স্কুল নির্ধারণ করা হয়েছে তিনটি ।
সকালে বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। তিনি বলেন, চলতি বছর জিপিএ ভিত্তিতে সেরা তিনটি স্কুল নির্ধারণ করা হয়।
স্কুলগুলো হলো, কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় ৯৫ দশমিক ২০ শতাংশ। পিইসিতে প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় রাউজান ও তৃতীয় পটিয়া উপজেলা । এ বছর পিইসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন এবং ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯ জন শিক্ষার্থী।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি