বিজ্ঞানমনষ্ক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত আবাসিক ছাত্রী হল ‘শামসেন নাহার খান হল’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, গত ১৫ বছরে দেশের মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অবকাঠামোগত, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সবক্ষেত্রেই দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, সাংসদ ওয়াসিকা আয়েশা খান ও সিডিএ চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি