কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল নাসের নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব ১৫’র সিনিয়র সহকারী পরিচালক মির্জা শাহেদ মাহতাব খান জানান, ভোরে মাদক পাচারের খবর পেয়ে র্যাবের একটি বিশেষ টহল দল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ মনতলিয়া পুরান পাড়া এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় ৪/৫ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নাসেরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, দুইটি গুলির খালি খোসা ও ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি